অনন্যা ব্যানার্জী: জয় ব্যানার্জীর টলিউড যাত্রা, প্রেম ও দাম্পত্য জীবন
প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জীর বর্ণময় জীবন
টলিউডের জনপ্রিয় অভিনেতা জয় ব্যানার্জী ৬২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।
১৯৬৩ সালে জন্মগ্রহন করেন জয় ব্যানার্জী। ১৯৮২ সালে 'অপরূপা' ছবির মাধ্যমে দেবশ্রী রায়ের বিপরীতে তাঁর টলিউড যাত্রা শুরু হয়। এরপর তিনি বহু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন।
চুমকি চৌধুরীর সঙ্গে প্রেম
অঞ্জন চৌধুরীর 'অভাগিনী' এবং 'হীরক জয়ন্তী' ছবিতে চুমকি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন জয়। ছবি দুটি সুপারহিট হওয়ার পাশাপাশি তাঁদের প্রেমের গুঞ্জনও শোনা যায়। পরবর্তীকালে জয় নিজেও চুমকির সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি।
অনন্যা ব্যানার্জীর সঙ্গে বিবাহ
চুমকি চৌধুরীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর জয় ব্যানার্জী অনন্যা ব্যানার্জীকে বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবন কেমন ছিল, তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে জয়ের প্রয়াণে তাঁর পরিবার এবং অনুরাগীরা গভীরভাবে শোকাহত।
- উল্লেখযোগ্য ছবি: অপরূপা, অভাগিনী, হীরক জয়ন্তী।
- বিপরীতে অভিনেত্রী: দেবশ্রী রায়, চুমকি চৌধুরী।
জয় ব্যানার্জীর প্রয়াণে টলিউড হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে। তাঁর কাজ চিরকাল দর্শকদের মনে থাকবে।